চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল, সুপার কার্ড, সার-বীজ, পোশাক, শিক্ষা উপকরণসহ নানা সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে যুব প্রশিক্ষণের সনদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীও প্রদান করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর বক্তব্যে বলেন “আমরা মানুষ আমরা বলি আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কিন্তু আমরা তখনই সত্যিকার অর্থে শ্রেষ্ঠ জীব হতে পারি, যখন আমাদের ভেতরে মানবতাবোধ জাগ্রত থাকে, বিবেকবোধ কাজ করে। আমরা যখন অসহায় মানুষের পাশে দাঁড়াই, অন্যের সমস্যা অনুধাবন করি তখনই আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ মেলে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালাহ উদ্দীন প্রমুখ।
এফপি/অ