Dhaka, Wednesday | 10 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 10 December 2025 | English
সিআইডি ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রিতে
মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
শিরোনাম:

শীতে নখ ভাঙছে, মিলবে সমাধান প্রাকৃতিক উপায়

প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২:৪৯ পিএম  (ভিজিটর : ৫)

শীতকালে নখ শুষ্ক, ভঙ্গুর ও সহজে ভেঙে যাওয়ার প্রবণতা বেশি থাকে। অনেকেই আরামের জন্য ক্রিম বা তেল ব্যবহার করেন। কিন্তু রান্নাঘরের একটি সাধারণ উপাদান নখের যত্নেও দারুণ কাজ করে। এটি শুধু ত্বক ও চুলের জন্য নয়, নখকে মজবুত ও স্বাস্থ্যবান রাখতেও সাহায্য করে। সেই উপাদান হলো চাল ধোয়া পানি।

কোরিয়ান স্কিন কেয়ার রুটিনে চাল ধোয়া পানি ত্বক ও চুলের পরিচর্যার অংশ হিসেবে জনপ্রিয়, কিন্তু এর কার্যকারিতা কেবল ত্বক বা চুলেই সীমাবদ্ধ নয়। চাল ধোয়া পানি নখে পুষ্টি পৌঁছে দেয়, নখকে মজবুত করে এবং ভঙ্গুরতা কমায়।

মূল বিষয় হলো, চাল ধোয়া পানি ব্যবহার করার সঠিক পদ্ধতি জানা। সঠিকভাবে ব্যবহার করলে শীতের সময়ও নখ থাকবে সুস্থ, শক্ত ও সুন্দর।

আসুন জেনে নেওয়া যাক চাল ধোয়া পানি নখের যত্নে কী উপকার করে এবং কীভাবে ব্যবহার করতে হয়-

১. দুর্বল নখকে মজবুত করে

শীতকালে নখ দুর্বল হয়ে যায়। চাল ধোয়া পানিতে থাকা অ্যামিনো অ্যাসিড প্রোটিন উৎপাদনে সহায়তা করে এবং নখের কেরাটিন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এটি ব্যবহার করলে নখ দ্রুত ভাঙে না বরং নখ আরও চকচকে ও মসৃণ হয়ে ওঠে।

২. নখের বৃদ্ধিতে সাহায্য করে

নিয়মিত যত্ন নিলেও যদি নখ ধীরে বৃদ্ধি পায় বা দুর্বল লাগে, তবে চাল ধোয়া পানি সাহায্য করতে পারে। এতে ভিটামিন বি ও ই, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম রয়েছে, যা নখে রক্ত সঞ্চালন বাড়িয়ে পুষ্টি সরবরাহ নিশ্চিত করে। ফলে নখের বৃদ্ধি সচল থাকে এবং নখের নানা সমস্যা দূর করতে সাহায্য করে।

৩. নখের উজ্জ্বলতা পুনরুদ্ধার করে

অনেক সময় নখ ভঙ্গুর হয়ে যায় এবং নখের ওপর সাদা বা হলুদ দাগ দেখা দেয়। নখ ভেঙে গেলে তা দ্রুত বাড়তে চায় না কিংবা নখের উপর ক্ষত তৈরি হয়। এই সব সমস্যা দূর করতে চাল ধোয়া পানি অত্যন্ত কার্যকর।

৪. হাইড্রেটেড রাখে

চাল ধোয়া পানি নখ এবং নখের চারপাশের ত্বক হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এতে থাকা খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট নখকে নরম ও মসৃণ রাখে। শুধু তাই নয়, নখের কিউটিকলগুলোও পরিষ্কার ও হাইড্রেটেড থাকে, ফলে শীতকালে নখের যেকোনো ক্ষতি প্রতিরোধ হয়।

৫.ফাঙ্গাল ইনফেকশন দূর করে

চাল ধোয়া পানি যেকোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে নখকে রক্ষা করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে প্রাথমিক সুরক্ষা প্রদান করে। বিশেষ করে যাদের ঘন ঘন নখের রং পরিবর্তন বা শুষ্কতার সমস্যা রয়েছে। সঠিকভাবে ব্যবহার করলে চাল ধোয়া পানি নখের অনেক সমস্যা কমাতে সাহায্য করে।

নখের যত্নে চাল ধোয়া পানি যেভাবে ব্যবহার করবেন-

চাল ধোয়া পানি ছেঁকে আলাদা করুন এবং ভালো করে ফুটিয়ে ঠান্ডা হতে দিন। এরপর আঙুলগুলো ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এছাড়া, নখের উপর তুলার সাহায্যে চাল ধোয়া পানি লাগিয়ে রাখতে পারেন। নিয়মিত প্রতিদিন ব্যবহার করলে নখের একাধিক সমস্যা কমানো সম্ভব।

যাদের নখ ডিটারজেন্ট বা অতিরিক্ত হাত ধোয়ার কারণে ফেটে যায় তারা প্রতিদিন কয়েক মিনিট চাল ধোয়া পানিতে ভিজিয়ে রাখলে বেশ উপকার পাবেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝