Dhaka, Monday | 8 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 8 December 2025 | English
স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে আনসার সদস্যদের পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান মহাপরিচালকের
আজ ফের ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ
শিরোনাম:

অতিরিক্ত ঠান্ডায় রেললাইনে ফাটল

প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১:০২ পিএম আপডেট: ০৮.১২.২০২৫ ১:৩৮ পিএম  (ভিজিটর : ৭০)

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। রেলকর্মী ও স্থানীয়দের দাবি,অতিরিক্ত ঠান্ডার কারণে এই ফাটল দেখা দিয়েছে।

সকাল সাড়ে ১১ টার দিকে রেলওয়ের মেরামত কর্মীরা রেললাইন মেরামতের কাজ শেষ করেন।

জানা যায়,সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাধনগর রেল স্টেশনের দক্ষিনে ২৫৩ নম্বর পিলারের কাছে ফাটল দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় এলাকাবাসী ও গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান,মাধনগর রেলস্টেশনের দক্ষিণে এনড়ার পাড় এলাকায় ১নং নম্বর লাইনে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান।

রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন জানান, বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেলওয়ের কর্মীরা দ্রুত তা মেরামত কাজ করছেন। ঐ লাইনে ট্রেন ধীর গতিতে চলাচল করছে।

ঘটনাস্থল নলডাঙ্গা থানা পুলিশ পরির্দশন করেছেন। সম্প্রতি পাশ্ববর্তী বিরকুৎসা রেলস্টেশনের উত্তরেও রেল ফাটলের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেললাইন ফাটলের মেরামত করা হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে জানান রেলকর্মী ও স্থানীয়রা।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝