Dhaka, Monday | 8 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 8 December 2025 | English
স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে আনসার সদস্যদের পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান মহাপরিচালকের
আজ ফের ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ
শিরোনাম:

অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ গর্বিত নারী

প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম  (ভিজিটর : ১)
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে পাইকগাছার পাঁচ সফল নারীকে প্রদান করা হচ্ছে অদম্য নারী সম্মাননা।

আগামীকাল (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরস্কারের জন্য মনোনীত নারীরা হলেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: গোপালপুর গ্রামের মেহেদী হাসানের সহধর্মিণী হাবিবা আক্তার রিতি (২২)। নিজ বাড়িতে রঙিন অ্যাকুরিয়াম মাছ ও কোয়েল পাখির বাচ্চা উৎপাদনের মাধ্যমে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: বাতিখালী গ্রামের আমিন উদ্দিন সানার মেয়ে সুজাতা আমিন (২৯)। বর্তমানে তিনি সহকারী জজ হিসেবে গোপালগঞ্জে কর্মরত রয়েছেন। নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন জীবন শুরু করা নারী: কমলাপুর গ্রামের বদরুদ্দোজা সানার মেয়ে নাসরিন খাতুন (৩২)। দর্জি কাজ ও ক্ষুদ্র ব্যবসা করে তিনি নিজের জীবনে নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

সফল জননী ক্যাটাগরি: শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আজাদের সহধর্মিণী ফিরোজা খাতুন (৫৫)। তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করছে।

সমাজ উন্নয়নে অবদানকারী নারী: চর লক্ষ্মীখোলা গ্রামের বিপ্লব কান্তি সরকারের সহধর্মিণী তেরেজা গোমেজ (৩৭)। হস্তশিল্প ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি এলাকার বহু নারীকে স্বাবলম্বী করে তুলছেন।

মঙ্গলবার অনুষ্ঠানেই এ পাঁচ অদম্য নারীর হাতে তুলে দেওয়া হবে সম্মাননা সনদ ও পুরস্কার। পাইকগাছার নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে এ সম্মাননা অনন্য ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝