| শিরোনাম: |

সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং–জাজিরা) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী। তিনি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অ্যাড. ফিরোজ আহমেদ মুন্সী গণঅধিকার পরিষদ (জিওপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, দলের প্রতিষ্ঠাতা সহকারী সদস্য সচিব এবং গণঅধিকার পরিষদের শরীয়তপুর জেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। ন্যায়-অধিকার প্রতিষ্ঠা, উন্নয়নধারার গতি বৃদ্ধি এবং তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন এসব প্রতিশ্রুতিকে সামনে রেখে ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন তিনি।
ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন অ্যাড. ফিরোজ আহমেদ মুন্সী।
শরীয়তপুর জেলা যুব অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক কওছার হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি বড় সুযোগ। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ লড়াই করে যাচ্ছে। শরীয়তপুর-১ আসনে অ্যাড. ফিরোজ আহমেদ মুন্সীর মতো যোগ্য ও সাহসী প্রার্থীকে সামনে পেয়ে আমরা আরও অনুপ্রাণিত। উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার জন্য জনগণের শক্তিই আমাদের বড় ভরসা। ট্রাক মার্কায় ভোট দিয়ে গণঅধিকার পরিষদকে জয়ী করলে একটি সৎ, ন্যায়ভিত্তিক ও আধুনিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।
শরীয়তপুর সদর উপজেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি শাহিন কোটারী বলেন, শরীয়তপুরের তরুণেরা আজ পরিবর্তন চায়, চায় যোগ্য নেতৃত্ব ও গণমানুষের রাজনীতি। অ্যাড. ফিরোজ আহমেদ মুন্সী সেই পরিবর্তনের প্রতীক। তার নেতৃত্বে আমরা একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও তরুণবান্ধব রাজনীতি দেখতে পাই। যুব সমাজকে এগিয়ে নিতে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। তাই আমরা সবাইকে আহ্বান জানাই— ট্রাক প্রতীকে ভোট দিন, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার পথে শরীয়তপুরকে এগিয়ে নিন।
এফপি/জেএস
আনসার বাহিনীকে জড়িয়ে অসত্য সংবাদ : কর্তৃপক্ষের প্রতিবাদ
নূরউদ্দিন মোল্লার মনোনয়ন পরিবর্তনে উত্তাল মাদারীপুর-১, রাস্তায় মশাল মিছিল
নওগাঁ- ২ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জোহার পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালাইন ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল