Dhaka, Saturday | 6 December 2025
         
English Edition
   
Epaper | Saturday | 6 December 2025 | English
রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ
বাংলাদেশের মেয়েদের পাকিস্তান বধ
শিরোনাম:

কালীগঞ্জ ওসির মাদক বিরোধী অভিযানে উদ্ধার ১২ ড্রাম চোলাই মদ তৈরর সরঞ্জাম

প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম  (ভিজিটর : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জে দায়িত্বের শেষ প্রহরেও একটুও নরম হননি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। যোগদানের পর থেকে যে কঠোর অবস্থানে তিনি ছিলেন-সেটিরই প্রতিচ্ছবি দেখা গেল শেষ সময়েও।

ছাত্র–জনতার জুলাই অভ্যুত্থানের পর সারাদেশে পুলিশের বড় ধরনের রদবদলের মধ্য দিয়ে গেল বছরের (১২ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব নেন আলাউদ্দিন। যোগদানের পর থেকেই মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেন তিনি। গত এক বছরে তিনি অসংখ্য অভিযানে নেতৃত্ব দেন-রুজু হয় একের পর এক মামলা, আটক হয় বহু কারবারি, উদ্ধার হয় বিপুল মাদকদ্রব্য। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদকসেবীদেরও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।

সম্প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানায় ওসিদের বদলি করা হয়। এতে বাদ যায়নি কালীগঞ্জ থানাও। বর্তমান ওসি মো. আলাউদ্দিনকে বদলি করে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায়। নতুন ওসি যোগ দিলেই তিনি দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবেন।

কিন্তু দায়িত্ব ছাড়ার ঠিক আগমুহূর্তেও অভিযান থামাননি তিনি। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজারের জয়রামভের এলাকায় হঠাৎ অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যায় চোলাই মদ তৈরির কারিগররা। এরপর শুকিয়ে যাওয়া বিলের ভেতর ওসি আলাউদ্দিনের নেতৃত্বে শুরু হয় তল্লাশি। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে ১২ ড্রাম চোলাই মদ তৈরির সরঞ্জাম। পরে স্থানীয়দের উপস্থিতিতে এসব সরঞ্জাম ধ্বংস করা হয়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “আমি দায়িত্বে থাকি বা না থাকি-এ এলাকা মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান চলবে। মাদক সমাজকে ধ্বংস করে, তাই এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া যায় না। কালীগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আমার প্রথম অঙ্গীকার, বিদায়ের আগ মুহূর্তেও সেই অঙ্গীকার থেকে সরে যাইনি।”

কালীগঞ্জে তার দায়িত্বকালীন কঠোর অবস্থান স্থানীয়দের কাছে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। বদলির প্রস্তুতি চললেও ওসি আলাউদ্দিনের দৃঢ় মনোবল ও শেষ কর্মদিবসের অভিযান প্রশাসনিক কর্মদক্ষতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝