| শিরোনাম: |

মতলব উত্তরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকারের উদ্যোগে তার নিজ বাড়িতে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা সভাপতিত্বে ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লালু, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রনি, বিএনপি নেতা মনির হোসেন সরকার, মোহাম্মদ আলী মাস্টার, তৈয়বুর রহমান পনির, রুহুল আমিন সরকার, ওয়াদুদ সরকার, সিদ্দিকুর রহমান বকাউল, ফরাজীকান্দী ইউনিয়ন ছাত্রদের সাবেক আহ্বায়ক শাহ্ ইমরান, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্ আলী প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছোট হলদিয়া আল-মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ ওয়াসিম আহমেদ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সবসময় জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সুস্থতা কামনা করে দেশের মানুষ দোয়া করছে। জনগণের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে শীতের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও জাতির কল্যাণ কামনা করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং অসহায় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এফপি/জেএস
আনসার বাহিনীকে জড়িয়ে অসত্য সংবাদ : কর্তৃপক্ষের প্রতিবাদ
নূরউদ্দিন মোল্লার মনোনয়ন পরিবর্তনে উত্তাল মাদারীপুর-১, রাস্তায় মশাল মিছিল
নওগাঁ- ২ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জোহার পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালাইন ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল