সুনামগঞ্জের ধর্মপাশায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত শিপন মিয়ার দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার খয়েদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসী এসব কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খয়েরদির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক বুলবুল আক্তার চৌধুরী, সহকারী শিক্ষক নাসরিন আক্তার, ভুক্তভোগী শিশুর মা সালেহা আক্তার ও তার নানী। এছাড়া খয়েদিরচর গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন খাইরুল মিয়া ও নিজাম উদ্দিন।
তার সহপাঠী তানিয়া আক্তার বলেন,ও খুব শান্ত ও ভালো মেয়ে। এমন ঘটনা তার সঙ্গে হওয়ায় আমরা সবাই ভয়ে আর কষ্টে আছি। আমরা চাই অপরাধীকে দ্রুত গ্রেফতার করা হোক, যাতে আর কোনো বন্ধুকে এমন কষ্ট সহ্য করতে না হয়।
খয়েরদিরচর গ্রামের মোঃ নিজাম উদ্দিন বলেন,একটি নিরীহ স্কুলছাত্রীকে এভাবে নির্যাতনের চেষ্টা করে পুরো গ্রামকে কলঙ্কিত করেছে শিপন মিয়া। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
প্রধান শিক্ষক বুলবুল আক্তার চৌধুরী বলেন, শিশুটি খুব ভদ্র, নিয়মিত ক্লাস করে এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সে শারীরিক প্রতিবন্ধী তার মতো একটি শিক্ষার্থীর ওপর এমন বর্বরতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ দুই জায়গাতেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমরা দাবি করছি, দ্রুত অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন,আসামিকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ মাঠে নেমেছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।
এফপি/জেএস