নওগাঁর পত্নীতলায় বিরল ঘটনার জন্ম দিয়েছে জোড়া লাগানো জমজ দুই কন্যা শিশু।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের বেসরকারি নিউ পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের জন্ম হয়।
জানানো হয়েছে, নবজাতকদের বাবা পল্লব মার্ডি এবং মা তৃষ্ণা বাসকে— দুজনই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং নওগাঁর ধামইরহাট উপজেলার চকযদু টিএনটি মোড় এলাকার বাসিন্দা। পরিবারটি অত্যন্ত দরিদ্র ও অসহায়।
নিউ পপুলার ক্লিনিকের পরিচালক রমজান আলী জানান, প্রসব ব্যথা নিয়ে গতকাল বৃহস্পতিবার শিশুটির মা ক্লিনিকে ভর্তি হন। আজ শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ও স্ত্রীরোগ–প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. সুরভি সরকার সফল সিজারিয়ান অপারেশন পরিচালনা করেন।
তিনি আরও জানান, বর্তমানে জোড়া লাগানো নবজাতক দুটি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় এবং দূরযাত্রার ভয় থাকায় বাবা–মা সেখানে যেতে দ্বিধায় রয়েছেন।
এফপি/এমআই