কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দশ কোটি আশি লক্ষ টাকা।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ এ অভিযান চালানো হয়। বিজিবির সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির টহল দল সীমান্ত পিলার থেকে প্রায় ২.৫ কিলোমিটার ভেতরে ফারির বিল এলাকায় অবস্থান নেয়।
মিয়ানমার দিক থেকে দুইজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে পালিয়ে যায়।পরে ব্যাগগুলো তল্লাশি করে খাকি স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৩৬ কাটে মোট ৩ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে রাতভর এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এফপি/অ