Dhaka, Thursday | 27 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 27 November 2025 | English
ভোট দিতে ৩৮ হাজার প্রবাসীর নিবন্ধন
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে
পরিবার, সমাজ, প্রশাসন—কোথাও নিরাপত্তা পাচ্ছেন না নারীরা: দেবপ্রিয় ভট্টাচার্য
শিরোনাম:

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১:১২ পিএম  (ভিজিটর : ৫)
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামের বড় পতন হয়েছে। দুই সপ্তাহ সর্বোচ্চ দামের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতি নিয়ে অনিশ্চয়তা স্বর্ণবাজারকে প্রভাবিত করছে। এর ফলে বিশ্ববিজারে স্বর্ণের দাম ‍শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে স্পট গোল্ড ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৫ দশমিক ০৮ ডলার দাঁড়িয়েছে। আর ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ০ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ১৪০ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।


গোল্ডসিলভার সেন্ট্রালের এমডি ব্রায়ান ল্যান বলেন, বুধবারের উত্থানের পর বিনিয়োগকারীরা মুনাফা নিচ্ছেনফেড কী করবে তা পরিষ্কার নয়, তাই স্বর্ণ এখন সমন্বয়ের পর্যায়ে রয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, সুদের হার কমানোর সময় ও মাত্রা নিয়ে ফেডের ভিন্নমতের কারণে বিনিয়োগকারীরা নীতিগত অনিশ্চয়তা থেকে রক্ষায় সুইপশন ও ওভারনাইট রেট-সম্পর্কিত ডেরিভেটিভসের দিকে ঝুঁকছেন।


নিউইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামস ও গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা বলছেন, শ্রমবাজারের দুর্বলতার কারণে ডিসেম্বরেই সুদ কমানো যুক্তিসংগত হতে পারে, যা ট্রেজারি ইল্ডকে নিম্নমুখী করছে।


রয়টার্স জানিয়েছে, বাজারে রূপার দাম ০ দশমিক ৯ শর্তাংশ কমে ৫২ দশমিক ৮৯ ডলার দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬১১ দশমিক ০৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৪০৯ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝