‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’— এ প্রতিপাদ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আবু হেনা মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, উপজেলা জামায়াতের সহ–সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, উদ্যোক্তা নূর উদ্দিনসহ স্থানীয় খামারি ও সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, দেশের সমগ্র আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি), ক্ষুরা রোগ (এফএমডি) ও পিপিআর রোগ নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে তারা বলেন, আধুনিক প্রযুক্তি বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এবং সরকারি–বেসরকারি সমন্বয় জোরদার করতে প্রাণিসম্পদ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে অতিথিরা ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২৫টি স্টলে গবাদিপশু, হাঁস–মুরগি ও পাখি প্রদর্শন করা হয়। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ প্রদর্শনী পরিদর্শন করেন।
এফপি/জেএস