পটুয়াখালী দশমিনা উপজেলায় আইএবি কার্যালয়ে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ ঘোষনা করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি গাজী মো. বাসির ইসলাম ও সাধারণ সম্পাদক হা. মাও. মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন দশমিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রুহুল আমীন রুহানী এ কমিটি ঘোষণা করেন।
গাজী মো. বাসির ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন দশমিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রুহুল আমীন রুহানী। আরো উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হা. মাও. মো. জাকির হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
জানা যায় গত ১ ফেব্রুয়ারি এক জরুরী বৈঠকে ইসলামী যুব আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি হা. মো. আবু তাহের খান তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। ওই কমিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের কাছ থেকে সদস্য ফরম ও উপজেলায় নেতৃত্বদানের জন্য সিভি আহবান করেন। সিভি গ্রহণ করার পর সোমবার ( ১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আইএবি সেন্টারে কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসম্মেলনের দ্ধিতীয় অধিবেশনে বিকেল ৫টায় উপজেলা ইসলামী যুব আন্দোলনের পূর্নঙ্গ কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন দশমিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রুহুল আমীন রুহানী। উপজেলা ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর শপথ বাক্য পাঠ করানো হয়।
নবনির্বাচিত সভাপতি গাজী মো. বাসির ইসলাম ও সাধারণ সম্পাদক হা. মাও. মো. জাকির হোসেন বলেন, বর্তমানের বাংলাদেশের সমসাময়ীক রাজনীতিতে ইসলামী আন্দোলন সাধারণ জনগণের আশা পূরণে সর্বোত্তম কাজ করবে। সাংগঠনিক কার্যক্রম পরিধি প্রসারিত করার জন্য ইসলামী যুব আন্দোলন অগ্রণী ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
এফপি/এমআই