শীত পড়তেই মুখের সঙ্গে সঙ্গে রুক্ষ হয়ে যাচ্ছে হাত-পা । জেল্লা হারাচ্ছে ত্বকের। কালচে হয়ে যাচ্ছে কনুই থেকে গোড়ালি। রূপচর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মুখই। সমস্ত নজর সে দিকে থাকায়, কখনও কখনও হাত এবং পায়ের পরিচর্যার দিকটি উপেক্ষিত রয়ে যায়।
মুখের এবং হাত-পায়ের যত্ন নেওয়ার জন্য স্ক্রাব, ক্রিম, সিরাম-কমতি নেই কোনওটিরই। প্রসাধনীর বাজার দিনে দিনে প্রসারিত হচ্ছে। তবে কখনও কখনও ঘরোয়া উপকরণও ত্বকের জেল্লা ফেরাতে বেশ কার্যকর হয়। অনেকেই আছেন, যারা বাজারচলতি জিনিসের বদলে এখনও রূপচর্চায় প্রাকৃতিক উপকরণ বেছে নেন। সেই তালিকায় আপনিও থাকলে বানিয়ে নিতে পারেন ঘরোয়া স্ক্রাব। সপ্তাহে এক বা দুদিন ব্যবহার করলেই হাত এবং পায়ের ত্বক থাকবে নরম। ফিরবে জেল্লা।
স্ক্রাবের কাজ কি?
* দানাযুক্ত স্ক্রাব ত্বক থেকে মৃত কোষ ঝরিয়ে ফেলতে সাহায্য করে।
* মরা কোষ ঝরে গেলে ত্বক উজ্জ্বল হয়।
* কালচে ভাবও দূর হয়ে যায়।
স্ক্রাব বানাবেন কী ভাবে?
২ টেবিল চামচ পাতিলেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ সাদা বা ব্রাউন সুগার, ১ টেবিল চামচ অলিভ অয়েল, কাঠবাদামের তেল বা নারকেল তেল। চিনি পাতিলেবুর রসে ভিজিয়ে রাখুন ৩-৪ মিনিট। হালকা গলে গেলে তেল যোগ করুন। কনুই, হাঁটু, গোড়ালির মতো জায়গায় আলতো চাপ দিয়ে ঘষে নিন। কারণ, এই অংশগুলি অনেকেরই কালচে হয়ে থাকে। তবে স্ক্রাবটি সারা শরীরেই মাখতে পারেন। হাতের আঙুল, পায়ের আঙুলেও স্ক্রাব ঘষে খুব ভাল করে হাত-পা পরিষ্কার রাখা যায়।
তিন উপকরণের গুণাগুণ
পাতিলেবুতে রয়েছে অ্যাসিডিক উপাদান, যা কিছুটা এএইচএ বা আলফা হাইড্রক্সি অ্যাসিডের মতো ত্বক থেকে মৃত কোষ ঝরাতে সাহায্য করে। কালচে ভাব দূর হয় এতে। চিনির দানাও ত্বক থেকে মরা কোষ ঝরাতে সাহায্য করে। অলিভ অয়েল বা তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখে। শীতের দিনে অনেকের ত্বক ভীষণ রুক্ষ হয়ে যায়। এ ক্ষেত্রে মিশিয়ে নিতে পারেন আধ চা-চামচ মধু। এটিও প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার হিসাবে কাজ করে।
তবে প্রাকৃতিক হলেও প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট জরুরি। হাতের একটি অংশে অল্প স্ক্রাব ঘষে দেখুন। জ্বালা না করলে, জায়গাটি না চুলকালে সেটি গায়ে ব্যবহার করতে পারেন।
এফপি/অ