আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের জন্য মনোনয়নপত্র নেন।
মনোনয়ন সংগ্রহ শেষে মাহমুদুল হাসান বলেন, “আমি জাতীয় নাগরিক পার্টি–এনসিপি থেকে খুলনা–৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন নিয়েছি। শুভাকাঙ্ক্ষী, নেতাকর্মী, সহযোগী ও সহযোদ্ধাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।” তিনি আরও বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যারা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি—তাদের দিকনির্দেশনাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।” এনসিপির স্থানীয় নেতৃত্ব জানান, মনোনয়ন সংগ্রহের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি এসেছে এবং দলীয় পর্যায়ে ইতিবাচক সাড়া মিলছে।
এফপি/জেএস