| শিরোনাম: |

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে ব্যানার-ফেস্টুন হাতে শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
এসময় জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন, শহর বিএনপির সদস্য সচিব জাফর আলী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা যবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের নির্দেশে বিকাল ৫ টায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে র্যালি ও সভা করেছে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদারসহ জেলা উপজেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ।
এফপি/অ