| শিরোনাম: |

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে এবং বৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। ধর্মঘটের ফলে শহরের প্রায় সব ওষুধের দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগী ও সাধারণ মানুষ।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের বৈধভাবে বরাদ্দপ্রাপ্ত বাণিজ্যিক স্থাপনাগুলোকে সম্প্রতি অবৈধ ঘোষণা করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং নিজেদের বৈধ দোকানের সুরক্ষা নিশ্চিতে ধর্মঘটের ডাক দেয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
ধর্মঘটের কারণে শহরের সহস্রাধিক ফার্মেসি বন্ধ রয়েছে। ফলে চিকিৎসা শেষে প্রেসক্রিপশনে দেওয়া ওষুধ কিনতে না পেরে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। অনেককে শহরের বাইরে থেকে জরুরি ওষুধ সংগ্রহ করতে হচ্ছে, এতে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, “১৯৮৩ সাল থেকে মহিলা কলেজ মার্কেটে ১৪টি দোকান বৈধভাবে ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছি এবং নিয়মিত ভাড়াও প্রদান করছি। অথচ সম্প্রতি আমাদের বৈধ দোকানগুলোকে অবৈধ ঘোষণা করে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, যা অমানবিক ও অবৈধ।”
তিনি আরও বলেন, “দোকান স্থানান্তরের জন্য আমরা ছয় মাস সময় চেয়েছিলাম, কিন্তু কলেজ কর্তৃপক্ষ তা বিবেচনায় নেয়নি। এ অবস্থায় উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।”
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবৈধ দোকান উচ্ছেদ ও নতুন গেট নির্মাণের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।
ধর্মঘটের কারণে শহরের ফার্মেসি নির্ভর চিকিৎসাসেবা কার্যত অচল হয়ে পড়েছে। সাধারণ মানুষ দ্রুত এ সমস্যার সুষ্ঠু সমাধান চান।
এফপি/এমআই
মৃত্যুর ১৫ মিনিট আগে ইলিশ মাছ কিনে রাখতে বলেছিলেন আজাদ
রংপুরে ইন্সুরেন্স কোম্পানি থেকে পাওনা টাকার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
চট্টগ্রাম কাস্টম হাউসে রায়জালিয়াতি, অভিযুক্ত দুই কর্মকর্তা
ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার: ইসি সচিব
আমরা নির্বাচন পর্যন্ত কাজ করে যাবো: মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা