নতুন এক্সরে মেশিন, বায়ো কেমিস্ট্রি অ্যানালাইজার, পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন।
ঝালকাঠি সদর হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে নতুন ডিজিটাল 500 MA এক্সরে মেশিন, বায়ো কেমিস্ট্রি অ্যানালাইজার, পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করা হয়েছে।
সোমবার এসব আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও সুবিধার উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন, তত্ত্বাবধায়ক চিকিৎসক ডা. মাসুম ইফতেখার, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, আর.এম.ও ডা. টি. এম. মেহেদী হাসান সানিসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক আশরাফুর রহমান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। নতুন এসব যন্ত্রপাতি ও সুবিধা যুক্ত হওয়ায় ঝালকাঠি সদর হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এফপি/অ