Dhaka, Saturday | 25 October 2025
         
English Edition
   
Epaper | Saturday | 25 October 2025 | English
ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার
প্রাণিদের মানবিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে: ফরিদা আখতার
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৬৫৯
আফগানদের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী
শিরোনাম:

সুন্দরগঞ্জে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ক্যাম্প

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩১ এএম  (ভিজিটর : ৩২)

মানবসেবাই সর্বোচ্চ ব্রত- প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যের হোমিওপ্যাথি চিকিৎসা ক্যাম্প।


শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের ডা. এস. এম. মঞ্জুরুল আলমের চেম্বারে সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেন।


চিকিৎসা সেবা প্রদান করেন সংগঠনের সভাপতি ডা. এসএম মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান মুকুল, কার্যকরী সদস্য ডা. বিনোদ বিহারী দাস, ডা. আফছার আলী তোতা, ডা. আনোয়ারুল কামাল, ডা. সাদেকুল ইসলাম, ডা. সুরুজ্জামান রাঙ্গা, ডা. মনিন্দ্র চন্দ্র সরকার, ডা. খালেকুজ্জামান সরকার, ডা. তহমিনা আকতার, ডা. নিলুফা হামিদ মুন্নি, প্র্যাক. পতিত পবন শর্মা, প্র্যাক. উজ্জ্বল চন্দ্র দেবনাথ, ডা. আব্দুল কুদ্দুস সরকার, প্র্যাক. মাসুম অর রশিদ, প্র্যাক. মাহবুবুর আলম, ডা. সবুজ মিয়া, প্র্যাক. রাকিব হোসেন প্রমুখ।


চিকিৎসকরা জানান, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সহজলভ্য ও কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে হোমিওপ্যাথি এখন গ্রামীণ জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। সমাজে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত চিকিৎসকের দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


এফপি/

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝