Dhaka, Thursday | 23 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 23 October 2025 | English
পাঁচ ব্যাংক নিয়ে হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের টপ এগ্রি ফুড পাইওনিয়ার পুরস্কার পেলেন আবদুল আউয়াল মিন্টু
অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির
মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চাই না: ফরিদা আখতার
শিরোনাম:

মানব পাচারকালে নারী-শিশুসহ ২৯ জন উদ্ধার, আটক ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ২:৪৫ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ২:৪৮ পিএম  (ভিজিটর : ২২)

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত ব্যবহার করে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-পুরুষ ও শিশুসহ ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় ৩ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। 

আটকরা হলেন- টেকনাফ মহেশখালীয়পাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে মো. সেলিম (৩৫), মুজিবুর রহমানের ছেলে মো. নুরুল আবছার (১৯) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের করিমুল্লাহ ছেলে মনসুর আলম (২২)। 

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মানবপাচার ও অপহরণকারী চক্র পাহাড় এবং সমুদ্র সৈকত ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে সাগরপথে মালয়েশিয়া পাচার করছে। এসব গ্রুপের বিরুদ্ধে পাহাড় ও সাগরে বিজিবির কঠোর অভিযান জোরদারের ফলে মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবির সফলতা এসেছে।

গত মঙ্গলবারে দুর্গম পাহাড়ে পাচারকারী চক্রের আস্তানা গুঁড়িয়ে দিয়ে জিম্মি উদ্ধারের পর, খবর আসে বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে মেরিন ড্রাইভ সৈকত এলাকা দিয়ে  গভীর সাগরে পাচারের মুহূর্তে নারী-পুরুষ ও শিশুসহ ২৯ জন নিরীহ ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং ৩ জন মানবপাচারকারী আটকের পরে তাদের কাছ থেকে ১টি চাকু, ১টি  মোটরসাইকেল ও ১টি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার ২৯ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটক ৩ জন মানবপাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। বিজিবি দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং সীমান্ত স্থিতিশীলতা নিশ্চিতকরণে সদা বদ্ধপরিকর।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝