শেরপুরের নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রি করায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্দেশে সততা ড্রাগ হাউসকে ১ হাজার টাকা জরিমানা ও ৬ ঘন্টার জন্য ফার্মেসী বন্ধ করে রাখা হয়।
সোমবার (২০ অক্টোবর) পৌর শহরের আড়াইআনী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনগণের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির এই সিদ্ধান্তের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কি না এ নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সচেতন মহলে।
সূত্র জানায়, প্রতিদিনের মত সোমবার সততা ড্রাগ হাউসে ওষুধ বিক্রি চলছিল। এ সময় একজন ক্রেতার কাছে কম মুনাফায় পাইকারি দরে ওষুধ বিক্রি করলে বিষয়টি সমিতির কর্মকর্তারা জানতে পারেন। পরে কেমিস্ট আ্যন্ড ড্রাগিস্ট সমিতির লোকজন এসে ওই ফার্মেসীর মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে ৬ ঘন্টার জন্য দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেন। তবে এ সময় কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না।
সততা ড্রাগ হাউসের সত্ত্বাধিকারী মিজানুর রহমান মুকুল বলেন, একজন ব্যবসায়ীর কাছে ক্রেতা ওষুধ কিনতে আসলে সমিতির বেধে দেওয়া দাম থেকে একটু বেশি ছাড় দিয়ে আমি বিক্রি করি। এই কারণে সমিতির পক্ষ থেকে আমার দোকান বন্ধ রাখা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। আমি নিজেও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির একজন সদস্য।
জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু সিনা বলেন, এ বিষয়ে জেলা কমিটির কাছ থেকে বিস্তারিত জেনে নিয়েন। যা করা হয়েছে সমিতির নিয়ম অনুযায়ী করা হয়েছে।
শেরপুরের ঔষধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম জানান, কম মুনাফায় বা বেশি মুনাফায় ওষুধ বিক্রির বিষয়টি ব্যবসায়ীদের একান্ত ব্যক্তিগত। এ জন্য জরিমানা বা দোকান বন্ধ রাখার সরকারি কোন নির্দেশনা নেই। এছাড়া কোনো সমিতিকে সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি বলেও জানান তিনি।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে যাচাইক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এফপি/অআ