শিরোনাম: |
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদী থেকে অজ্ঞাত (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তুরাগ নদের টঙ্গী বাজার গরুর হাটস্থ নদীতে মরদেহ ভেসে উটে। ৯৯৯ খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তুরাগ নদের পানিতে ওই যুবকের মরদেহটি ভেসে উঠে। পরে আশপাশের লোকজন জরুরী সেবা ৯৯৯ খবর পাঠায়। খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহের পরিচয় সনাক্তে তার আঙুলের ছাপ সংগ্রহ করা হচ্ছে। পিবিআই ও সিআইডির পৃথক দুটি দলের সদস্যদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এফপি/অআ