শিরোনাম: |
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত থেকে কুররম জেলার সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি চলে। এতে আফগান সেনাবাহিনীর চারটি সীমান্ত পোস্ট ও ছয়টি ট্যাংক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, মঙ্গলবার বিকেলে কুররম সীমান্তে আফগান সেনারা এবং পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) যৌথভাবে বিনা উসকানিতে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর হামলা চালায়।
পাল্টা জবাবে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ ও নার্গসার পোস্টে বিমান ও স্থল হামলা চালায় পাকিস্তান সেনা। এতে আফগান সেনাদের ট্যাংক ধ্বংস হয় এবং টিটিপির এক শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর তুর্কমানজাই ও পোলসেন পোস্টেও হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে পাকিস্তান সেনাবাহিনী। পোলসেন পোস্টের পাশে থাকা এক জঙ্গি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের।
সংঘাতে বহু আফগান সেনা ও টিটিপি সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এক পাক সেনা কর্মকর্তা জিও নিউজকে বলেন, ‘আমাদের আঘাতের মুখে আফগান সেনারা পোস্ট ছেড়ে পালিয়েছে। কেউ কেউ আত্মসমর্পণের ইঙ্গিত হিসেবে সাদা পতাকা তুলেছিল।’
এর আগে ১১ অক্টোবর আফগান সেনারা পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচা এলাকায় হামলা চালায়। ওই সংঘাতে ২০০ জনের বেশি আফগান সেনা এবং ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর)।
আফগানিস্তানে টিটিপি নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদসহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আফগান সরকার বলেছে, ওই হামলার মাধ্যমেই পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, যার জবাবেই ১১ অক্টোবরের হামলা চালানো হয়।
এফপি/অআ