শিরোনাম: |
ইসরায়েলি ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এর মধ্যে প্রথম ধাপে মুক্তি দেওয়া সাত জিম্মি ইসরায়েলে পৌঁছেছেন। বাকি ১৩ জিম্মি এখন রেড ক্রসের হেফাজতে আছেন।
দ্য গার্ডিয়ান ও আলজাজিরার খবরে বলা হয়, প্রথম ধাপে মুক্তি পাওয়া ৭ ইসরায়েলি বর্তমানে দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে আছেন। সেখানে তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন তারা।
ইসরায়েলি সরকারি রেডিওর তথ্যানুসারে, হামাস দ্বিতীয় দফায় আরো ১৩ জন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। হামাস নিশ্চিত করেছে যে এর মাধ্যমে বর্তমানে জীবিত সব ইসরায়েলি জিম্মিকেই মুক্তি দেওয়া হয়েছে।
এসব ইসরায়েলি জিম্মি মুক্তির পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ২৫০ বন্দি ও গাজা থেকে আটক ১ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের।
উল্লেখ্য, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আজ সকালে ২০ জন জীবিত জিম্মিকে হস্তান্তর করার কথা ছিল, পাশাপাশি সর্বোচ্চ ২৮টি মৃতদেহও ফেরত দেওয়ার কথা রয়েছে।
এফপি/অআ