Dhaka, Thursday | 30 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 30 October 2025 | English
ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা
শনিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
স্বর্ণের ভরি আবারও ২ লাখের ওপরে
শিরোনাম:

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:২১ পিএম  (ভিজিটর : ৩৮)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে ভয়াবহ মাইন বিস্ফোরণের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন।


আজ রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার ৪১ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্যের নাম নায়েক আকতার হোসেন (আইডি নং ৬২১২৬)। তিনি ৩৪ বিজিবি'র রেজু আমতলী বিওপি-তে কর্মরত ছিলেন।


জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় আকস্মিক মাইন বিস্ফোরণে তিনি গুরুতরভাবে আহত হন। বিস্ফোরণের ফলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা-তেও মারাত্মক জখম হয়।তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজারের রামু সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রেজু আমতলী বিওপি'র আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল চলছিল। কীভাবে বা কোথা থেকে মাইনটি সেখানে এল তা তদন্তাধীন রয়েছে। সীমান্তে মাইন বিস্ফোরণের এই ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। আহত বিজিবি সদস্য নায়েক আকতার হোসেনের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম সত্যতা নিশ্চিত করেনতিনি আরো বলেন পরে বিস্তারিত জানানো হবে


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তবর্তী তুমব্রু ও ঘুমধুম এলাকায় বারবার গুলিবিনিময় ও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে, এতে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝