Dhaka, Friday | 31 October 2025
         
English Edition
   
Epaper | Friday | 31 October 2025 | English
ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা
শনিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
স্বর্ণের ভরি আবারও ২ লাখের ওপরে
শিরোনাম:

কুষ্টিয়ায় জাল সার্টিফিকেটে শিক্ষকতা, চাকরিচ্যুত আওয়ামী লীগ নেত্রী

প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:৩৬ পিএম  (ভিজিটর : ৬৬)

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক পদে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিদ্যালয়টির গভর্নিং বডির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় তাকে স্থায়ী বহিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের এই নেত্রী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের স্ত্রী। আওয়ামী লীগ নেত্রী আফরোজা আক্তার ডিউ ২০১২ সালের ১৮ অক্টোবর কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগ পেতে তিনি দারুল ইহসান নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য থেকে পাস করা অনার্স ও মাস্টার্সের সনদ দাখিল করেন। দীর্ঘদিন ধরে জাল সনদে চাকরিরত থাকলেও প্রভাব খাটিয়ে ধরা ছোঁয়ার বাইরে ছিলেন।


গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আফরোজা আক্তার ডিউ আত্মগোপনে চলে যান। জাল সনদে চাকরি নেওয়া ছাড়াও এই শিক্ষিকার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সরকারি অর্থ লোপাট ও তছরুপের অভিযোগ উঠে। জাল সনদে চাকরি নেওয়ার বিষয়ে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর গ্রামের বাসিন্দা আব্দুস সবুর। লিখিত অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক এহতেশাম রেজা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেন।


কমিটি আফরোজা আক্তার ডিউয়ের নিয়োগকালে স্কুলে জমা দেওয়া সকল একাডেমিক কাগজপত্র যাচাই-বাছাইকালে বেসরকারি দারুল ইহসান নামে (বর্তমানে ইউজিসি কর্তৃক কালো তালিকাভুক্ত ও হাইকোর্ট থেকে অবৈধ ঘোষিত) একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রির কাগজ খুঁজে পান। দারুল ইহসান নামের ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনার্স সার্টিফিকেটের সিরিয়াল নম্বর-০৪৬৩৭ এবং মাস্টার্সের সার্টিফিকেটের সিরিয়াল নম্বর-০০৩৯৮১। যাচাইকালে ইউজিসি কর্তৃপক্ষ নিশ্চিত করে দুটি সার্টিফিকেটই ভুয়া বা জাল। ইউজিসির দেওয়া তথ্যে ভুয়া বা জাল সার্টিফিকেটে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারনিয়োগ পাওয়ার পর থেকে বেতন, ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নেওয়া সমুদয় অর্থ ফেরত পেতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং কমিটির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ জাল বা ভুয়া সনদে চাকরিরত ছিলেন বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা প্রশাসক জানান, নিয়োগ পাওয়ার পর থেকে এই শিক্ষক যে বেতন, ভাতাসহ সুবিধা নিয়েছেন তা ফেরত দিতে তাকে নোটিশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দিলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


অভিযোগ আছে, আফরোজা আক্তার ডিউ কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিচয়ে বিগত সময়ে নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়েন। তার স্বামী কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন। কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের সাথে সখ্যতার সুযোগে সরকারি সম্পদ লুটপাটসহ ভুয়া প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন এই দম্পতি। গত বছরের আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা গা ঢাকা দেনএই দম্পতি ছাত্র জনতার ওপর হামলাসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝