| শিরোনাম: |

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া চক্র এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্তের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে পৌরশহরের উপজেলা পরিষদ রোডে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের ব্যাংকিং খাতে বিশ্বাস ও আস্থার প্রতীক ছিল। কিন্তু বিগত কয়েক বছরে প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ও এস আলম গ্রুপের অবৈধ নিয়োগের কারণে ব্যাংকটি গভীর সংকটে পড়েছে। অদক্ষ ও পক্ষপাতদুষ্ট নিয়োগের ফলে ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন।
বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ দেশের সব ব্যাংকে অবৈধ ও বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগ বাতিল করে সারাদেশে সমান সুযোগের ভিত্তিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে ব্যাংক খাতে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে রাজনৈতিক প্রভাব ও গোষ্ঠীগত স্বার্থের বাইরে রেখে পুনরায় জনগণের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে দুর্নীতিবাজদের অপসারণ এবং যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে। তাহলেই ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ফিরবে এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, মেসার্স নজরুল ব্রিকসের ম্যানেজার শামীম খন্দকার, হোপ এগ্রো লিমিটেডের ম্যানেজার শফিউল হক, গ্রাহক বদিউজ্জামান মিয়া, ইসমাইল হোসেন, রঞ্জু মিয়া, চাকুরি প্রত্যাশী সোহেল রানা, শাহিন মিয়া, বায়েজিদ ইসলাম ও সাগর মিয়া প্রমুখ।
এফপি/অআ
জলবায়ু বাস্তুচ্যুত মানুষের কর্মসংস্থানে কারিতাসের চাকুরি মেলা
মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
রাঙামাটিতে সেনাবাহিনীর শীতবস্ত্র ও খেলাধুলা সামগ্রী বিতরণ
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে : আমীর খসরু
নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক
ধর্মপাশায় মানসিক নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা ,স্বামী গ্রেফতার
ইউসিটিসি সিন্ডিকেট সভায় শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত
মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
পাইকগাছা নবাগত ইউএনও'র সাথে আইনজীবী সমিতির সৌজন্যে সাক্ষাৎ
রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ, এবার ঢাকায় মানববন্ধন