| শিরোনাম: |

গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রায় ২৫টি স্থানে লক্ষ্মী প্রতিমার হাট জমে উঠেছে। এসব হাট থেকে সনাতন ধর্মাবলম্বীরা পূজার জন্য লক্ষ্মী প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯ট ৪৮ মিনিট পর্যন্ত গোজাগরী লক্ষ্মীদেবীর পূজা অনুষ্ঠিত হবে।
দুর্গাপূজার বিজয় দশমীর পর থেকে কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ, পীড়ারবাড়ী, কান্দি, ধারাবাশাইল, শুয়াগ্রাম, চৌধূরীরহাট, ঘাঘরবাজার, কলাবাড়ি, রামশীল, ওয়াপদারহাট, নৈয়ারবাড়ি, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, মনোহর মার্কেট, পশ্চিমপাড়, রাজাপুর, কুশলা, লাখিরপাড়, হিরণসহ প্রায় ২৫টি স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার এ জমজমাট হাট।
পশ্চিমপাড় গ্রামের মৃৎ শিল্পী রঞ্জিত পাল বলেন, কোটালীপাড়া উপজেলার প্রায় ২৫টি স্থানে শত বছর ধরে লক্ষ্মী প্রতিমার হাট বসে আসছে। আমাদের পূর্ব পুরুষরা এসব হাটে প্রতিমা বিক্রি করেছেন। আমরাও প্রতিমা তৈরি করে এসব হাটে বিক্রি করি। এখানে প্রতিটি হাটে আমাদের নির্মিত প্রতিমা বেশ বিক্রি হয়। এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এ পূজা অনুষ্ঠিত হয়। এ কারণেই প্রতিটি হাটেই প্রতিমার ব্যাপক চাহিদা রয়েছে।
প্রতিমা ক্রেতা অমি দাস অনিক ও পরিমল বালা বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বীরা ঘরে ঘরে ধনের দেবি লক্ষ্মী পূজা করি। লক্ষ্মী দেবী তুষ্ট হলে ধন, সম্পদ ও ফসলে পূরিপূর্ণ হয়ে ওঠে। পরিবারের অভাব-অনটন দূর হয়।পরিবারের সকলকে নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারি। তাই ছোট বেলা থেকে দেখে আসছি এসব হাটে প্রচুর প্রতিমা বিক্রি হয়। আমরা বংশ পরম্পরায় এসব হাট থেকেই প্রতিমা কিনে আসছি।
কোটালীপাড়া কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি প্রফেসর গৌরাঙ্গলাল চৌধুরী বলেন, কোটালীপাড়া উপজেলার প্রতিটি ঘরে ঘরে এ গোজাগরী লক্ষ্মীপূজার উৎসব হয়। এ পূজাকে কেন্দ্র করে ৫-৬ দিন আগে থেকে কোটালীপাড়ার প্রায় ২৫টি স্থানে লক্ষ্মী প্রতিমার হাট বসে। এসব হাটে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীদেবীর ভক্তরা প্রতিমা কেনাকাটা করে।এ সকল ঐতিহ্যবাহী প্রতিমার হাটগুলো আরও শত শত বছর টিকে থাকবে বলে আমি বিশ্বাস করি।
এফপি/অআ
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম: ফরিদা আখতার
আনসার-ভিডিপি জনগণের নিকটতম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে: মহাপরিচালক
খাগড়াছড়িতে আনসার সদস্যদের দ্রুত তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা
ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল