গাজীপুরের কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুড়ে গেছে অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও ২০০-র বেশি পাখি।
আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ইনচার্জ মাহফুজুর রহমান জানান, “সকাল দশটার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।” এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো—গৌতম বণিকের দোকান (ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা),লিটন বণিকের দোকান (ক্ষতি ৮ লাখ টাকা), বরেন্দ্র মণ্ডলের দোকান (ক্ষতি ২ লাখ টাকা), শীতল মণ্ডলের দোকান (ক্ষতি ২ লাখ টাকা, লিটন ঘোষের দোকান (ক্ষতি ২ লাখ টাকা)পোড়া দোকানগুলোর মধ্যে ছিল রঙের দোকান ও একটি পাখির দোকান।
পাখি ব্যবসায়ী বরেন্দ্র মণ্ডল জানান, তাঁর দোকানে থাকা বাজরিগর, ককাটেল, টিয়া, কবুতর, ঘুঘুসহ প্রায় ২০০ পাখি আগুনে পুড়ে মারা গেছে। এছাড়াও দুই লাখ টাকার পাখির খাদ্যও নষ্ট হয়েছে।
কাপাসিয়া থানার এসআই শফিক মিয়া বলেন, “আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তদন্ত শেষে সঠিক তথ্য জানানো হবে।”
এফপি/অআ