Dhaka, Friday | 17 October 2025
         
English Edition
   
Epaper | Friday | 17 October 2025 | English
জাতীয় বেতন স্কেল কবে থেকে, জানালেন শিক্ষা সচিব
রাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার ৫২.৫৭%, এগিয়ে মেয়েরা
রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প
শিরোনাম:

শ্রীপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান

প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম  (ভিজিটর : ৪৭)

দুর্গাপূজা উপলক্ষে মাগুরা শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে বক্তব্য রাখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি  শ্রীপুর উপজেলার সদরের হোঙ্গলডাঙ্গা ও চিলগাড়ি সার্বজনীন পূজা মন্দিরসহ সকল মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায়সহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এসময় মনোয়ার হোসেন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসাম্প্রদায়িক চিন্তাধারা এদেশের সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করা। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই- আমরা বাংলাদেশি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের পাশে ছিলো এবং থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির পাশে থাকার জন্য আহবান জানান।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝