বন্দরে পড়ে থাকা ৩৭টি রিকন্ডিশন্ড নামি-দামি গাড়ি নিলামে তুলছে মোংলা কাস্টমস হাউস। আমদানির পর ৩০ দিনের মধ্যে ছাড় না হওয়ায় ৩০ সেপ্টেম্বর এই গাড়িগুলো নিলামে তুলছে কর্তৃপক্ষ। এক মাস আগে মোংলা কাস্টসস হাউসে নিলামের জন্য এই গাড়িগুলো হস্তন্তর করে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের শেড এবং শেডের বাইরে দীর্ঘদিন পড়ে আছে এসব বিলাসবহুল গাড়ি। শুধু এসব গাড়ি নয়,আইনি বেড়াজালে পড়ে আছে বিভিন্ন ধরনের যানবাহনের যন্ত্রাংশও। রিকন্ডিশন গাড়ির মধ্যে রয়েছে প্রাডো, এক্স করোলা, হারিয়্যার ও নিশানসহ ৩৭টি বিভিন্ন গাড়ি।
বন্দর কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুর কল্যানে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই বন্দরে গাড়ি আমদানি বেড়েছে। তবে বানিজ্যিক জাহাজ থেকে খালাসের পর দীর্ঘদিন ছাড় না করায় দ্রুত এসব গাড়ি নিলামের মাধ্যমে বিক্রির তাগিদ দেন বন্দর কর্তৃপক্ষ। একই সাথে দীর্ঘদিন গাড়ি পড়ে থাকায় বন্দরের শেডে জায়গার অপচয় শুধু নয়, পাশাপশি অকেজো বা বিকল হচ্ছে এসব গাড়ি। এছাড়া নিলামের অপেক্ষায় থাকা আরও কয়েকটি গাড়ি পর্যায়ক্রমে নিলামে তোলা হবে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
মোংলা কাস্টমস কমিশনার ম. শফিউজ্জামান বলেন,বন্দরে আমদানি হওয়ার পর ৩০দিনের মধ্যে ছাড় করার কথা থাকলেও এসব গাড়ি ছাড় করেনি আমদানিকারকরা। তাই নিয়মানুযায়ী কাস্টম কর্তৃপক্ষের কাছে নিলামে বিক্রির জন্য তা হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত মঙ্গলবার ৩৭টি গাড়ি নিলামে তুলছে মোংলা কাস্টমস হাউস।
নিলামে এসব গাড়ি কারা পাবেন তা দেখতে দরপত্র খোলা হবে আগামী ৫ অক্টোবর। এরপর সংশ্লিষ্টদের গাড়িগুলোর কার্যাদেশ বুঝিয়ে দিবেন কাস্টমস কর্তৃপক্ষ।
এফপি/অআ