Dhaka, Wednesday | 29 October 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 29 October 2025 | English
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে এস আলমের অভিযোগ
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ ও আসিফ
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে
শিরোনাম:

ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১২ এএম  (ভিজিটর : ১৫০)

দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ২নং পালশা ইউনিয়নের ইছলা গ্রামের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ মাসুদ আলম জানান, ইছলা গ্রামের তার মালিকানাধীন ১.৪৫ একর জমির উপর একটি পুকুর রয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি স্থানীয় কিছু লোকজন পূর্ব শত্রুতার জেরে ওই পুকুর দখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার দিন দুপুরে ওই গ্রামের বাদশা মিয়ার দুই ছেলে আজিম উদ্দিন (৩০), আজিজ মিয়া (২৭) ও ওই এলাকার আব্দুস সাত্তারের দুই ছেলে হিটু মিয়া (৩০), আব্দুস সালাম (২৬), ও ওই এলাকার মৃত সোবাহানের ছেলে সাফিরুল ইসলাম (৪৫), ওই এলাকার কোরাজ আলী (৬০), ওই একালার আব্দুস সাত্তারের স্ত্রী মজিরন বেগম (৫০), ও জোহরা বেগমসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুকুরে প্রবেশ করে বেড় জাল নামিয়ে মাছ ধরতে থাকে।

এসময় বাঁধা দিতে গেলে অভিযুক্তরা ভুক্তভোগী মাসুদ আলমকে মারধর করে মাথায় ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে এগিয়ে এলে মাসুদের জেঠাতো ভাই কামরুজ্জামানকেও পিটিয়ে আহত করা হয়। পরে ধারালো অস্ত্রের আঘাতে তার নাক ফেটে গুরুতর জখম হয়। এসময় মাসুদের ভাতিজা রাকিবুজ্জামান রিপন ও নাহিদুল ইসলাম রিয়াজ এগিয়ে এলে তারাও হামলার শিকার হন।

স্থানীয়রা জানান, সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীরা প্রায় ৫ মণ মাছ (মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা) ভ্যানে তুলে নিয়ে যায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আসামিরা ভুক্তভোগী পরিবারকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝