Dhaka, Friday | 31 October 2025
         
English Edition
   
Epaper | Friday | 31 October 2025 | English
ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা
শনিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
স্বর্ণের ভরি আবারও ২ লাখের ওপরে
শিরোনাম:

কুষ্টিয়ায় শারদীয় দুর্গোৎসব শুরু, আজ ষষ্ঠী

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম  (ভিজিটর : ৪৯)

এক বছরের অপেক্ষার পালা শেষ। শারদীয় দূর্গোৎসবের আগমনী সুর এখন বাঙালি সনাতন সম্প্রদায়ের ঘরে ঘরে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের পাশাপাশি বিশ্বব্যাপী অবারিত মঙ্গলধ্বনির বার্তা নিয়ে দেবী দুর্গা পা রেখেছেন মর্ত্যলোকে। দেবীতে লোকালয়ে বরণ করে নিতেই মন্ডপে মন্ডপে এখন ব্যস্ত ভক্তকুল। কোনো কিছুতেই যেন কমতি না থাকে দেবীকে এক বছর পর ঘরে পাওয়ার আনন্দের মুহুর্তে তা নিয়েই সচেষ্ট সবাই।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উল্লাস। মহালয়াতে দেবী আগমনের ঘণ্টা বাজে। আর বিজয়া দশমী দেবী দুর্গাকে বিদায় জানানোর দিন। মহা-আরতির মাধ্যমে দশমী শেষ হয়। এর মধ্য দিয়ে দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা শেষ হয়। পঞ্জিকা অনুযায়ী এবার দুর্গাপূজায় মহাষষ্ঠী রবিবার (২৮ সেপ্টেম্বর)। মহাসপ্তমী পড়েছে সোমবার (২৯ সেপ্টেম্বর)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পড়েছে মহাঅষ্টমী। মহানবমী পড়েছে বুধবার (১ অক্টোবর)। আর পঞ্জিকামতে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী চলবে।

এবারে জেলা পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার ৬ উপজেলায় ২৪৯ মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৮০টি, খোকসা উপজেলায় ৫৯টি, কুমারখালী উপজেলায় ৫৯টি, মিরপুর উপজেলায় ২৮টি, ভেড়ামারা উপজেলায় ১১ টি ও দৌলতপুর উপজেলায় ১২টি মন্ডবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া এ বছর গত বছরের তুলনায় ২২টি মন্ডবে পূজা বেড়েছে।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব বিশ্বাস বলেন, গত বছরের তুলনায় এ বছর ২২টি পূজা বেশি হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। এছাড়া ১৯টি ঝুকিপূর্ণ মন্ডপের তালিকা প্রশাসনকে দেয়া হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান বলেন, প্রতিটা পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পূজা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, যার যার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও উৎসব মুখর পরিবেশে পালন করা তাদের অধিকার। কোন প্রোপাগান্ডা ও গুজবে কান দেওয়া যাবে না। বর্তমান সরকারের মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মব সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝