মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের ভাই মহিউদ্দিন আহমেদকে সদস্যসচিব করে ৭ সদস্য বিশিষ্ট মুন্সিগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাড. আবদুস সালাম আজাদ আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৮ বছর আগে জেলায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি আট বছর পার করলেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। জেলায় পূর্ণাঙ্গ একটি কমিটি গঠনের লক্ষ্যে নতুন করে সম্মেলন করতে হবে। এজন্য এই আংশিক কমিটি বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করা হয়েছে। আমাদের বিশ্বাস আংশিক এ কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি দেবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিরাজদিখান উপজেলার মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শ্রীনগর উপজেলার বাসিন্দা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টংগিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল হোসেন দোলন।
এফপি/এমআই