রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২ লক্ষ ৫০ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য ৫ লক্ষ টাকা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১ টা সময় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে এ অবৈধ কারেন্ট জাল পোড়ানো হয়।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, পদ্মা নদীতে নৌপুলিশের অভিযান চলছিলো সে সময় জেলেরা নদীতে নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে মাছ ধরার জন্য অবৈধ কারেন্ট জাল ফেলে সেই কারেন্ট জাল নদীতে রেখেই পালিয়ে যায় তারা। তখন নদী থেকে নিষিদ্ধ কারেন্ট জাল তুলে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ বলেন, অবৈধ কারেন্ট জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই অবৈধ জালের বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।নদীতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, নদীতে অবৈধ কারেন্টে জাল দিয়ে মাছ ধরা যাবে না। পাশাপাশি নদীতে বাঘাইড় মাছ ও ঢাই মাছ ধরা যাবে না।বাঘাইড় ও ঢাই মাছ ধরলে সেগুলো নদীতে ছেড়ে দিতে হবে। দৌলতদিয়া মৎস্য আড়ৎদারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া মৎস্য আড়ৎদার মো.দেলোয়ার হোসেন, মমিন মন্ডল, হালিম সরদার, ও বাবু,রেজাউল সহ আরও অনেকেই।
এফপি/অআ