Dhaka, Wednesday | 17 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 17 December 2025 | English
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত, ৪ স্তরের নিরাপত্তা
শিরোনাম:

৫৪ বছরের ইতিহাসে যারা দেশ চালিয়েছে তারা দুর্নীতিবাজ: আবদুল হালিম

প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম  (ভিজিটর : ৮১)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ৫৪ বছরের ইতিহাসে যারা দেশ চালিয়েছে তারা দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভেদ ও হিংসার রাজনীতি বোঝে না। বাংলাদেশের সকল দল-মতের মানুষ আমরা সকলে বাংলাদেশি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী-১ নির্বাচনী আসনের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডোমার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন দেশের মানুষের কাছে বার্তা দিয়েছে এই দেশের ছাত্র-ছাত্রীরা দুর্নীতি ও চাঁদাবাজীর বিরুদ্ধে এবং নতুন নেতৃত্বের পক্ষে। বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা এখন পরিবর্তন চায়।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ইনশাআল্লাহ। সেই নির্বাচন যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এজন্য আমরা পিআর পদ্ধতির দাবি জানিয়েছি। এটা মানতেই হবে এবং এর আলোকে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা এ বিষয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করছি। তবে নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হতে হবে। অন্তবর্তীকালীন সরকারকে এই দাবিই মেনে নিয়ে নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে নারী বিদ্বেষী বলে অপপ্রচার চালানো হয়েছিল। অথচ সাদিক কায়েমকে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন নারীরাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সবচেয়ে বড় হল বেগম রোকেয়া হল সেখান থেকেই সর্বাধিক ভোট পেয়েছে শিবির সমর্থিত প্রার্থী। ফল ঘোষণার পর মেয়েরা উল্লাস করেছে। এতে প্রমাণ হয় এদেশের ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ সব স্তরের মানুষ পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়।

নীলফামারী-১ আসনের পরিচালক অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডোমার উপজেলা আমীর মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝