জামালপুরের মাদারগঞ্জে একটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ৭০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী বারোখাদা এলাকার সুলতান ভৌলা ও তার ছোট ভাই সাইফুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৭ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। ভুক্তভোগী সুলতান ভৌলা বলেন, প্রায় ৮ বিঘা জায়গার ওপর পুকুরে আমি ও আমার ভাই কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে সিলভার,ব্রিগেট, গ্লাসকার্প,বাটাসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় লাখ লাখ টাকা খরচ হয়েছে। তিনি বলেন, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিবেন।
এ ঘটনায় বক্তব্য জানতে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল্লাহ সাইফ এর সরকারি ব্যবহৃত নম্বরে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
এফপি/অআ