দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিয়ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপজেলার পৌরসভাসহ ৪টি ইউনিয়নের ৩৪টি পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদক অংশ নেয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাশ, ক্যাপ্টেন আফতাবুজ্জামান আবেস, লেফটেন্যান্ট আসফাক, ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোঃ মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা কর্ম-পরিষদের সদস্য মোঃ আলমগীর হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির ঘোড়াঘাট উপজেলার সমন্বয়ক অধ্যাপক জালাল উদ্দিন, পূজা উৎযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকারসহ অনেকে।
এফপি/অআ