Dhaka, Tuesday | 16 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 16 December 2025 | English
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত, ৪ স্তরের নিরাপত্তা
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
শিরোনাম:

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব পুতিনের

প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫১ পিএম  (ভিজিটর : ৪৫)

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান একমাত্র পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ আরও এক বছর বাড়াতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোয় নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।

২০১০ সালে স্বাক্ষরিত এবং ২০১১ সালে কার্যকর হওয়া এ চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি। নিউ স্টার্ট অনুযায়ী রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশকেই কৌশলগত পারমাণবিক ওয়ারহেড ১,৫৫০টির মধ্যে সীমিত রাখতে হবে এবং মিসাইল, বোমারু বিমান ও সাবমেরিন লঞ্চড ভেহিকলসহ ডেলিভারি সিস্টেম ৭০০টির বেশি রাখা যাবে না।

পুতিন বলেন, “আমরা ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারির পরও এক বছরের জন্য এই সীমাবদ্ধতাগুলো মেনে চলতে প্রস্তুত। পরে পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে এগুলো বজায় রাখা হবে কি না।” তিনি শর্ত দিয়ে জানান, যুক্তরাষ্ট্রকেও একইভাবে পদক্ষেপ নিতে হবে এবং এমন কিছু করা যাবে না যা বিদ্যমান প্রতিরোধক্ষমতার ভারসাম্য নষ্ট করে।

হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, পুতিনের প্রস্তাব ‘ভালো শোনাচ্ছে’। তবে তিনি আরও জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই নিজেই আনুষ্ঠানিক মন্তব্য করবেন।

বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাব কার্যকর হলে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি সাময়িকভাবে কমবে। কারণ, নিউ স্টার্টই এখন দুই পরাশক্তির মধ্যে একমাত্র সক্রিয় কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। চুক্তি পুরোপুরি শেষ হয়ে গেলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরুর আশঙ্কা রয়েছে।

ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে এমন প্রস্তাব দিয়ে মস্কো নীতিতে একতরফা পরিবর্তন আনছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এতদিন রাশিয়া বলছিল, সামগ্রিক সম্পর্ক উন্নত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসা সম্ভব নয়।

তবে পুতিনের এই নতুন প্রস্তাবকে অনেকেই সম্ভাব্য আলোচনার দ্বার উন্মুক্ত করার পদক্ষেপ হিসেবে দেখছেন। এখন বিশ্ব দৃষ্টি যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার দিকে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝