আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো প্রার্থীকে মনোনয়নের জন্য সবুজ সংকেত দেওয়া হয়নি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের খবর সম্পূর্ণ মনগড়া এবং বিভ্রান্তিকর।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই- বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। উপযুক্ত সময়ে যাচাই–বাছাই করে যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এখন পর্যন্ত কাউকেই কোনো এলাকায় গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।”
তিনি আরও জানান, দলের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পার্লামেন্টারি বোর্ডই চূড়ান্তভাবে প্রার্থী মনোনয়ন দেয়। তফসিল ঘোষণার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদন ছাড়া কোনো প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সুযোগ নেই।
সাম্প্রতিক সময়ে কিছু সংবাদপত্র, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশ হওয়া প্রসঙ্গে রিজভী বলেন, “এসব খবর পুরোপুরি মনগড়া। এগুলোর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা চলছে। একটি কুচক্রী মহল গণমাধ্যম ব্যবহার করে বিএনপির নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে কিছু মহল কাজ করছে। তাদের সহায়তায় মিথ্যা খবর ছড়িয়ে বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে।”
রিজভী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সবুজ সংকেতের কথা ভুলে যান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে।”
বিএনপির এই ঘোষণার মধ্য দিয়ে দলীয় মনোনয়ন প্রসঙ্গে তৈরি হওয়া গুজবের অবসান ঘটল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এফপি/রাজ