Dhaka, Thursday | 2 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 2 October 2025 | English
বৃষ্টি, বই আর এক কাপ কফি—আজ আন্তর্জাতিক কফি দিবস
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ইলিশ চুরির অভিযোগ, হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতন
শিরোনাম:

নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনকে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ কর্মী আটক

প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২ পিএম  (ভিজিটর : ২৮১)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।

সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে টার্মিনাল–৪ থেকে বের হওয়ার সময় আকতার হোসেনকে লক্ষ্য করে টানা দুটি ডিম ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উভয় ডিমই তাঁর পিঠে লাগে। স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে এ ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে আখতার হোসেন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে দ্রুত গাড়ির দিকে চলে যান।

সঙ্গে থাকা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন আওয়ামী লীগ সমর্থকেরা। এরপর তারা গাড়ির সামনে শুয়ে পড়ে এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় নিউইয়র্ক পুলিশ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে দুপুর থেকেই বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকেরা বিমানবন্দরের বাইরে পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিলেন।

ঘটনার পর এনসিপি প্রবাসী অ্যালায়েন্স তীব্র নিন্দা জানিয়ে একে “বিদেশের মাটিতে রাজনৈতিক উগ্রতার প্রকাশ” বলে আখ্যায়িত করে। সংগঠনটি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো ও সফরসঙ্গীদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানায়।

ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থানরত প্রতিনিধি দলের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আখতার হোসেন বলেন, “আমরা ভয় পাই না। আওয়ামী লীগের হুমকি ও হয়রানি বাংলাদেশে যেমন চলছে, বিদেশেও তাই হচ্ছে। কিন্তু এতে আমরা থেমে থাকব না।”

সন্ধ্যায় ওই হোটেলের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পূর্বঘোষিত বিক্ষোভ করে। সেখানেও এনসিপি ও আওয়ামী লীগ কর্মীরা মুখোমুখি স্লোগান দেয়।

নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত একজন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে। যদিও শারীরিক আঘাতের কোনো খবর পাওয়া যায়নি।

এই ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক বিরোধ ও উত্তেজনা যে প্রবাসী সম্প্রদায়ের মধ্যেও বিস্তার লাভ করছে, তা আবারও স্পষ্ট হলো।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝