জামালপুরের মাদারগঞ্জে বেসরকারি রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে ভুল চিকিৎসায় সাদিয়া আক্তার জল্পনা (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দ্বিতীয়বার (সিজার) অপারেশনের সময় এ ঘটনাটি ঘটে।
নিহত সাদিয়া উপজেলার গুনারীতলা ইউনিয়নের কাতলামারি এলাকার সৌদি প্রবাসী বিপ্লব মিয়ার স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাদিয়াকে রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিকেল ৩টায় প্রসূতির অপারেশন হয়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। ওই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সাদিয়ার শাশুড়ি দরদি বেগম অভিযোগ করে বলেন, ডা. ফারিয়া ও তার সহযোগীদের ভুল অপারেশনে সাদিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আবু রাইহান আসেন। ডা.আবু রায়হান বলেন, আমরা কাগজপাতি দেখে যা বুঝলাম “রোগীর অবস্থা ছিল ভেরি ক্রিটিক্যাল। মানুষের হিমোগ্লোবিন স্বাভাবিকভাবে যে পরিমাণ থাকার কথা, তার অর্ধেক ছিল রোগীর শরীরে।”
জামালপুর জেলা সিভিল সার্জন ডাঃ আজিজুল হক বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খুব শিঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
একাধিক সূত্র নিশ্চিত করেছে আগেও রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের ঘটনার অভিযোগ আছে।
তবে এ ব্যাপারে রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এফপি/অআ