যশোরের কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। শুধু তাই নয়, আহত হওয়ার পরও ওই ছাত্রকে কোনো প্রকার চিকিৎসা না দিয়ে বিদ্যালয়ের লাইব্রেরিতে দীর্ঘ তিন ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চিন্ময় সরকার গতকাল বিদ্যালয়ে একটি বিষয়কে কেন্দ্র করে ওই ছাত্রকে বেত্রাঘাত করেন। এতে তার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। পরে ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলে তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিয়ে শিশুটিকে বিদ্যালয়ের লাইব্রেরিতে আটকে রাখেন।
শিশুটির বাবা বিদ্যালয়ে গিয়ে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, শিক্ষক দ্বারা ছাত্রকে বেত্রাঘাত এবং চিকিৎসা না দিয়ে আটক করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের নিরাপদ ও শিক্ষার পরিবেশ দেওয়ার জায়গা, ভয়ের স্থান নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা।
এফপি/অআ