Dhaka, Wednesday | 17 September 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 17 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

কেশবপুরে ভেজাল দুধ উৎপাদন করার অপরাধে তিনজনের ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ পিএম  (ভিজিটর : ৩৩)

যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল এবং পানি মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) ও সজীব ঘোষ (২৮) কে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ১ লাখ করে জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শরীফ নেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের সন্তোষ ঘোষ এর ছেলে জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) ও রবিন ঘোষ এর ছেলে সজীব ঘোষ (২৮) নিজ এলাকায় দীর্ঘদিন ধরে গরুর দুধে জেলি, তেল এবং পানি মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকালে সহকারি কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক তাদের প্রত্যেককে ১লাখ করে ৩ লক্ষ টাকা জরিমানা আরোপ করে আদায় এবং ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ বলেন, গরুর দুধে জেলি, তেল এবং পানি মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে তিনজনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মানুষের নিত্য ব্যবহার্য এবং অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্য পণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ উপজেলায় ভেজাল খাদ্য পণ্য তৈরি করার সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করছি। জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝