দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কুমুরিয়া বাঘপাড়া ধোয়াপুকুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সিংড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৬), উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের মৃত দিলবর হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ পিস লাল গোপালী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার প্রতিটির আনুমানিক বাজার মূল্য ৩০০ টাকা করে মোট ৩ হাজার ৯০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/অআ