Dhaka, Wednesday | 17 September 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 17 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

তানোরে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ এএম  (ভিজিটর : ১৪)

রাজশাহীর তানোর উপজেলায় কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত কিছু টাকা ও মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।


পুলিশ জানায়, চলতি মাসের গত ৫ সেপ্টেম্বর ভোরে তানোর উপজেলার মালশিরা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতরা হামলা চালায়। এ সময় স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা, ৪টি মোবাইল ফোন এবং একটি মোটর সাইকেল লুণ্ঠন করে।ওই রাতেই পাশের আরেকটি বাসাতেও তারা লুণ্ঠনের চেষ্টা চালায়।

চঞ্চল্যকর এ ডাকাতির ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলামের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ডিবি'র পরিদর্শক (ওসি) আরিফ আলীর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বিশেষ অভিযানে নামে। পরে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জয়পুরহাটের আক্কেলপুর থানার তিলকপুর রেলস্টেশন এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে এবং নওগাঁ সদর থানার ইদুর বটতলা এলাকা থেকে অপর আরেক আন্তঃজেলা সদস্য এখলাছ রহমান মিন্টুকে গ্রেফতার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহাদত হোসেন কলম (৩৩), শান্ত ইসলাম (২৬), বেলাল হোসেন (৩০), শুকুর আলী (৫২), শাকিল হোসেন (৪০), রানা হোসেন (২৪), রাসেল হোসেন (২২) ও এখলাছ রহমান মিন্টু (৪২)। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

গ্রেফতারকৃতদের মধ্যে শুকুর আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।আদালতে দেওয়া জবানবন্দিতে শুকুর আলী নিজেদের দোষ স্বীকার করেছেন। সে তার জবানবন্দীতে বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুট করে।

মামলা তদন্তকারী কর্মকর্তা ও জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আন্তঃজেলা ডাকাতদলের এ চক্র দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা ও ডাকাতি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদঘাটন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝