সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাব্বির আহমেদ, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ময়না ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আব্দুল হক মৃধা, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. বিল্লাল হোসাইন, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় সাহা, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ কুমার বিশ্বাস এবং শিক্ষক কৃষ্ণ সাহা প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভির রহমান, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, গণমাধ্যমকর্মী আমীর চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান সুমনসহ সরকারি কর্মকর্তারা। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় অংশ নেন।
এবার বোয়ালমারী উপজেলায় মোট ১২২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
সভায় নিরাপদ ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে,প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা,সিসি ক্যামেরা স্থাপন,পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন,স্বেচ্ছাসেবক দল গঠন,ডিজে গান বন্ধ রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ সঙ্গীত পরিবেশনের ব্যবস্থা,সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন।
এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত স্থানীয় পুলিশ ও প্রশাসনকে জানাতে পূজা উদযাপন পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
এফপি/অআ