মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর কমিটি হয়েছে এ উপজেলায়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুর জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি প্রকাশ করেন জেলা নেতারা।
উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন শাহাদাত হোসেন ও সদস্য সচিব হয়েছেন সোহেল রানা।
মাত্র ৩৩ বছর বয়সে সদস্য সচিব হয়েছেন সোহেল রানা। তিনি বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন নাদিরা মিঠু, জহের গোমস্তা, শাজাহান মোল্লা, মোতাহার হোসেন হাওলাদার ও শহিদুল ইসলাম দিপু।
কমিটির অন্য সদস্যরা হলেন—নুর উদ্দিন মোল্লা, আবু জাফর চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, আবুল বাসার সিদ্দিকী, মাহবুব মাদবর, শহীদ চেয়ারম্যান, মো. সিরাজুল ইসলাম, বাকাউল করিম খান (বাকা খান), মো. ইথু চৌধুরী, শামীম চৌধুরী ও আব্দুল হান্নান মিয়া।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া নতুন কমিটি ঘোষণা করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির ও সদস্য সচিব কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবগঠিত উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা সাংবাদিকদের বলেন, স্কুলজীবন থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী চেতনায় নিজেকে সব সময় লালন করেছি।
জেল-জুলুম, হামলা-মামলার তোয়াক্কা না করে রাজপথে সক্রিয় ছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা।
সোহেল রানা বলেন, আমি অঙ্গীকার করছি, শিবচর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে আমার সমস্ত মেধা, শ্রম, শক্তি ও হৃদয়ের সর্বোচ্চ নিবেদন উৎসর্গ করব ইনশাআল্লাহ।
এফপি/অআ