Dhaka, Saturday | 13 September 2025
         
English Edition
   
Epaper | Saturday | 13 September 2025 | English
ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ
নাশকতা মামলায় আদমদীঘিতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
নেছারাবাদে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি জিনের আছর
শিরোনাম:

কুবিতে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ল-ফেস্ট

প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম  (ভিজিটর : ৮৫)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সংগঠন ‘ল-ক্লিনিক’ কর্তৃক আয়োজিত ল-ফেস্ট নানা জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুক্তমঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে পর্দা নামে এই উৎসবের।

আয়োজনে ছিল ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, মুটিং ও লিগ্যাল ডিবেট প্রতিযোগিতা, সংবিধান বিষয়ক সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এ বিষয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী মুর্শেদ কাজেম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ল' ক্লিনিকের উদ্যোগে আয়োজিত এই ল-ফেস্ট আমাদের জন্য গর্ব ও আনন্দের এক অনন্য উপলক্ষ। এটি শিক্ষার্থীদের আইনশাস্ত্রের জ্ঞান, সৃজনশীলতা ও মেধার প্রকাশের পাশাপাশি নেতৃত্বগুণ, দলগত কাজের মানসিকতা এবং পেশাদারিত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকমণ্ডলীর আন্তরিক দিকনির্দেশনা এবং সকল সহযোগীদের অক্লান্ত প্রচেষ্টায় এ আয়োজন সফল হয়েছে। আমি বিশ্বাস করি, এই উৎসব তরুণ আইনবিদদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে উৎসাহিত করবে। এজন্য আমি সকল শিক্ষার্থী, শিক্ষক ও ল-ক্লিনিককে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।’

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝