Dhaka, Saturday | 13 September 2025
         
English Edition
   
Epaper | Saturday | 13 September 2025 | English
ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ
নাশকতা মামলায় আদমদীঘিতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
নেছারাবাদে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি জিনের আছর
শিরোনাম:

ভাঙ্গায় ১৫ শত যাত্রী নিয়ে ২ ঘণ্টা অবরুদ্ধ ঢাকাগামী ট্রেন

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম  (ভিজিটর : ২৬)

সংসদীয় আসন পুনর্বিন্যাস ও পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একে ঢাকা-খুলনা-বেনাপোলগামী রেলপথ বন্ধ রয়েছে। ট্রেন চলাচল না থাকায় ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। অবরোধে ১৫ শত যাত্রী নিয়ে ২ ঘন্টা আটকে থাকার পর জাহানাবাদ এক্সপ্রেস নামের ট্রেনটি ফেরত  চলে যায়।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদি এলাকায় রেলপথের ৮১নং গেইটে গাছের গুড়ি ফেলে রেখে বিক্ষোভ করে বিক্ষুব্ধ আলগী ইউনিয়নবাসী। এছাড়া খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেন আটকা পড়ে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৬টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ছেড়ে আসলেও ৮ কিলোমিটার দূরে মুকসুদপুর জয়বাংলায় এলাকায় স্টেশনে আটকে রয়েছে৷ ট্রেনটি সকাল ৯টায় ঢাকা পৌঁছানোর কথা ছিল। এছাড়া সকাল ১০টায় ঢাকা থেকে রুপসী বাংলা নামে বেনাপলগামী আরেকটি ট্রেন বন্ধ রয়েছে। এতে তীব্র ভোগান্তির মুখে পড়েছেন খুলনা ও বেনাপোলগামী যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার সাকিবুর রহমান আকন্দ বলেন, খবর পাওয়া মাত্রই বিশৃঙ্খলা এড়াতে আমরা ৮/১০ কিলোমিটার দূরে থেকেই ট্রেন বন্ধ করে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পথে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া আটকে পড়া ট্রেনটি বিকল্প রেলপথে নেয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত দুটি ইউনিয়ন পুনর্বহাল না হবে ততক্ষন সড়ক ও রেলপথ অবরোধ থাকবে। ভাঙ্গা হয়ে কোন ট্রেন চলাচল করতে দেয়া হবে না। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, রেল পথ আটকানো খবরটি জেনেছি। আমরা স্থানীয়দের সাথে কথা বলে বোঝাচ্ছি, কিন্তু তারা কোন কথা শুনছেন না ।

জানা যায়, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করেন। গেজেট অনুযায়ী  ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পাশ্ববর্তী ফরিদপুর-২ সংসদীয় আসনের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এরপরেই ইউনিয়ন দুটি ফিরিয়ে দেয়ার দাবিতে ক্ষোভে ফুসে উঠে স্থানীয়রা।

শুক্রবার দিনভর  দুটি মহাসড়ক সহ (ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল) এক্সপ্রেসওয়ে অবরোধ শুরু করেছেন। এরপর রবিবারে বিএনপির নেতা কর্মী আবস্থান কর্মসূচি পালন করে। মঙ্গলবার সকাল থেকে লাগাতার ৩ দিন ধরে অবরোধ কর্মসূচি পালন করেছেন। সেই সাথে রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষোভ মিছিল করেছেন।

এর মধ্যে গত ৭ সেপ্টেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন- আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই।

এরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁরা তৃতীয় দিনের অবরোধ শেষে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দিয়েছেন। দুটি ইউনিয়ন পুনর্বহাল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন।

তবে ভাঙ্গা উপজেলার চারদিকে প্রায় ১০০০ মালবাহী ট্রাক আটকা পড়ে আছে। এছাড়া যাত্রী বাহী পরিবহন গুলো বিভিন্ন সড়ক দিয়ে ঢাকায় চলাচল করছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝